সিলেট উপনির্বাচন

বিপুল ভোটের ব্যবধানে জিতলেন নৌকার হাবিব, আতিকের অভিনন্দন

শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮ অপরাহ্ণ | 282

বিপুল ভোটের ব্যবধানে জিতলেন নৌকার হাবিব, আতিকের অভিনন্দন

নিউজ ডেস্ক:: সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা নিয়ে লড়াই করে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে এই সিলেট-৩ আসন। উপনির্বাচনের মাধ্যমে আসনটি আবারও নৌকার। হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী আতিকুর রহমান আতিক।

করোনাভাইরাসের মারা যাওয়া সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এলাকায় শনিবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হয় নির্বাচন।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবের নির্বাচনী কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। হাবিব প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমানের থেকে ৬৫ হাজার ১০১ ভোট বেশি পেয়েছেন।

এদিকে হাবিবের জয়ে আতিকুর রহমান আতিক তাকে অভিনন্দন জানিয়েছেন। সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হন তিনি। সেখানে ছিলেন উপনির্বাচনে সদ্যজয়ী হাবিবুর রহমান হাবিব, তাকে অভিনন্দন জানান আতিক। পরে তারা একে অপরের সাথে কোলাকুলিও করেছেন।

কোনো ধরনের গোলযোগ ছাড়াই সিলেট-৩ আসনের উপনির্বাচনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ভোটগ্রহণ শেষ হয়েছে আজ। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com