স্বাক্ষর নকল করে শেবাগের স্ত্রীর সঙ্গে প্রতারণা

শনিবার, ১৩ জুলাই ২০১৯ | ১০:০৭ অপরাহ্ণ | 443

স্বাক্ষর নকল করে শেবাগের স্ত্রীর সঙ্গে প্রতারণা

প্রতারণার শিকার হয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের স্ত্রী আরতি। ব্যবসায়িক অংশীদাররা তার স্বাক্ষর নকল করে ৪.৫ কোটি রুপি ধার নিয়েছেন। পরে সে অর্থ আর পরিশোধ করেননি। এতে বিব্রত হতে হচ্ছে আরতিকে। তাই এ বিষয়ে দিল্লি পুলিশে করা এফআইআর করা হয়েছে।

আরতি জানান, রোহিত কক্করের ব্যবসায়িক অংশীদার ছিলেন তিনি। রোহিতের এই সংস্থাটির অফিস বিহারে। পরিকল্পনা করে তাকে প্রতারিত করেছেন রোহিত ও সেই সংস্থার আরও পাঁচ ব্যক্তি। রোহিতের অপর একটি সংস্থা আছে। তার অজান্তেই সেই সংস্থার সঙ্গে তার নাম জড়ানো হয়েছে।
আরতি জানান, একটি সংস্থা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার ধার নেয় রোহিতের সংস্থা। ধার নেওয়ার নথিতে তার জাল সই ব্যবহার করা হয়েছে। সেই ধার শোধও করেনি রোহিতের সংস্থা। স্বাক্ষর নকল করে প্রতারণা করে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ আরতির।

দিল্লি পুলিশ রোহিত ও তার সংস্থার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: জিনিউজ/সৌজন্যে: বিডি প্রতিদিন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com