কুলাউড়া রেল দুর্ঘটনা

ট্রেন দূর্ঘটনার ৬ দিনের মাথায় সরানো হলো ঘাতক উপবন এক্সপ্রেসের শেষ বগিটি

শনিবার, ২৯ জুন ২০১৯ | ৯:২৪ অপরাহ্ণ | 979

ট্রেন দূর্ঘটনার ৬ দিনের মাথায় সরানো হলো ঘাতক উপবন এক্সপ্রেসের শেষ বগিটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার ৬ দিনের মাথায় সেই উপবন এক্সপ্রেসের শেষ বগিটি সরিয়েছেন রেল বিভাগ।আজ শনিবার (২৯ জুন) পূর্ব ঘোষনা ছাড়াই ভোর ৬ টা থেকে রেলের প্রকৌশল বিভাগের লোকেরা ট্রেন টি সরানোর কাজ শুরু করে। উদ্ধার কাজে ব্যবহার করা হয় ক্রেন। উদ্ধার কাজের জন্য সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় ৮ ঘন্টা।

দুপুর ১ টা ৩০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। উদ্ধার অভিযানে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রীরা পড়েন চরম বিপাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা রেজাউল হকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে বড়ছড়া সেতুর নিচ থেকে উপবন এক্সপ্রেসের বগিটি উদ্ধার করে। উদ্ধার করা বগিগুলো রেলের কারখানায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে কুলাউড়া রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় গত তিন দিনের প্রবল বর্ষণে পাহাড়ি ঢলের পানি নিচের দিকে অভিরাম নামছে। এতে উপজেলার বরমচালের বড়ছড়া দিয়ে অতিরিক্ত পানির স্রোত প্রবাহিত হয়ে হাকালুকিতে পড়ছে। কিন্তু চরম বাধার কারণ হয়ে দাঁড়ায় উপবন ট্রেনের শেষ বগিটি। সেতুর নিচে ছিটকে পড়ে যাওয়া ওই বগিটা সেখান থেকে অপসারণ না করায় ছড়ার পানি যেতে বাধার সম্মুখীন হয়। উজান থেকে নেমে আসা পানির স্রোত এসে ওই বগিতে ধাক্কা খেয়ে সেতুর দুই পাশের মাটিতে আছড়ে পড়ছে। সেতুর নিচ থেকে মাটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী। পরে আজ শনিবার ভোরে রেলের প্রকৌশল বিভাগের লোকেরা উদ্ধারকারী ক্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুপুরের দিকে তাদের উদ্ধার অভিযান শেষ হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com