কুলাউড়ায় মাসব্যাপী মেলা বন্ধের দাবীতে ফুঁসে উঠছে ব্যবসায়ীরা! কাল মানববন্ধন

শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ | 217

কুলাউড়ায় মাসব্যাপী মেলা বন্ধের দাবীতে ফুঁসে উঠছে ব্যবসায়ীরা! কাল মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা আয়োজন করায় ফুঁসে উঠছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণের আপত্তি, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেও দিন রাত শ্রমিক লাগিয়ে মেলার প্রস্তুতির কাজ চালিয়ে যাওয়ায় রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া চৌমুহনী চত্বরে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছে ব্যবসায়ী কল্যাণ সমিতি।

ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেয়া কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মঙ্গলজনক নয়। ব্যবসায়ীদের সহনশীলতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে। ব্যবসায়ীদের অতীতের আন্দোলন সংগ্রাম সম্পর্কে খোঁজ নিয়ে মেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।

করোনা মহামারী ও স্বরণ কালের ভয়াবহ বন্যার কারনে গত দু বছর কুলাউড়া বাজারের ব্যবসায়ীদের ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা বুক ভরা আশা নিয়ে বসে আছেন পেছনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়ার। এমতাবস্থায় কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা হলে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবেনা।

তাছাড়া মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। তাই ব্যবসায়ী সহ সর্বস্তরের কুলাউড়াবাসীর স্বার্থে কুলাউড়া ডাকবাংলো মাঠের মাসব্যাপী বাণিজ্য মেলার প্রস্তুতি বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি। অন্যথায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যবসায়ী সহ সর্বস্তরের কুলাউড়াবাসীকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com