তপ্ত এ শহরে অঝোরে নেমে এলো বৃষ্টির ধারা,
ভিজে গেল কৃষ্ণচূড়ার বন, শীতল হলো ক্লান্ত পথিকের হৃদয়।
ফুটপাতে ভিজে জবুথবু ফুলওয়ালি মেয়েটি,
ভিজে যাচ্ছে বেলি ফুলের মালা, অর্ধফোটা গোলাপের কলি।
আহারে আষাঢ়ের ধারা, আনমনে কত কী ভেজায়।
প্রেমিকের হৃদয় ভেজায়, আরও বেশি কাছাকাছি আনে
আরও বেশি জানাজানি, জীবনের অন্য কোনো মানে।
জানালার ওইপাশে বৃষ্টিবিলাসী মন,
এইপাশে ছুঁয়ে দেয়া, ছুঁতে না পারার আক্ষেপ।
ভিজে যায় তরুণীর লাল-সবুজ চুড়ি, জলপাইরঙা হাত।
আহারে বরষার জল, আরও কিছু গল্প থাকে তো বল।
আরও কিছু দুঃখ ধুয়ে নে, পরিশুদ্ধ হোক ধরণীতল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com