কয়েকদিন ধরেই মৌলভীবাজার অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। ঘরে-বাইরে সবখানেই বেকায়দায় পড়ছেন সবাই। বিশেষ করে রোজাদারদের উঠছে নাভিশ্বাস। দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট থাকছে প্রায় ফাঁকা। তবে লু হাওয়া উপেক্ষা করে পথে নামছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।
পরিস্থিতি থেকে বাঁচতে প্রচুর পাণীয় পাণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২৯ এপ্রিল। পরে ‘ফণী’র প্রভাবে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদ ছিল কমতি। তবে গত কয়েকদিন ধরেই তা আবার হয়েছে ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে মৌলভীবাজার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ।
Development by: webnewsdesign.com