মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ভিত্তিক ২য় পর্যায়ে বিভিন্ন মসজিদ, মন্দির ও উপকারভোগী দুস্থ পরিবারের মাঝে ৮০ টি সোলার প্যানেল বিতরন করলেন বড়লেখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
রবিবার (৪ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে টি.আর কর্মসূচীর আওতায় উপজেলা হল রুমে আনুষ্ঠানিকভাবে এ সোলার প্যানেলগুলো বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Development by: webnewsdesign.com