মৌলভীবাজারের বড়লেখার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার (৩০ জুন) বিকেল তিনটায় দলীয় কর্মী সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বিএনপি দলীয় দুই প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও ইসলাম উদ্দিন।
বিকেল ৩টায় মনোনয়নপত্র জমাকালে এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, পৌর মেয়র মো. কামরান চৌধুরী, আ’লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা সমাজসেবক ইসলাম উদ্দিন।
বিকেল পৌনে চারটায় মনোনয় পত্র জমা দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
Development by: webnewsdesign.com