বুধবার ঢাকায় শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

সোমবার, ০১ জুলাই ২০১৯ | ১০:৪১ অপরাহ্ণ | 1013

বুধবার ঢাকায় শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

সারাদেশে পর্যায়ক্রমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে আগামীকাল বুধবার থেকে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের কাজ চলবে ২৩ জুলাই পর্যন্ত।

সোমবার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ঢাকা মহানগরীর নাগরিকদের সংগ্রহের কাজ চলবে। তথ্য সংগ্রহের সময় কোথায় কখন নিবন্ধনের জন্য উপস্থিত থাকতে হবে তা তখন তথ্য সংগ্রহকারীরা জানিয়ে দেবেন।

যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে তারা ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আর আপাতত বাকিদের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখবে ইসি। পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com