আপডেট

x


দুর্বৃত্তদের ‘ছুরিকাঘাতে’ কুলাউড়ার ছাত্রলীগ কর্মী শুকুর আহত

বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ | ১০:৪৮ অপরাহ্ণ | 2814

দুর্বৃত্তদের ‘ছুরিকাঘাতে’ কুলাউড়ার ছাত্রলীগ কর্মী শুকুর আহত
দুর্বৃত্তরা শুকুরের পেটে ও মাথায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে
কুলাউড়া ভৈরব বাজারে জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শুকুর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আজ (১৬ মে) ইফতারের পর কুলাউড়ার ভৈরব বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব বাজারে জহির ও সালমানের সাথে ছাত্রলীগ কর্মী শুকুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুকুর কে এলোপাতাড়ি মারধর করে তারা। পরে দুর্বৃত্তরা শুকুরের পেটে ও মাথায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। গ্রুরুতর হওয়ায় পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এঘটনায় শুকুরের মা ছাফারা বেগম জানান, ‘সন্ত্রাসীদের হামলায় শুকুর আহত হয়েছে। প্রাথমিকভাবে সে হামলাকারী জহির ও সালমান কে চিনতে পেরেছে। দুজন কে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
কুলাউড়া থানার এস আই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। ঘটনারস্থল থেকে ২ জন কে আটক করা হয়েছে। খোঁজ খবর নেয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com