জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চিকিৎসকশাকির গ্রেপ্তার

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১:১৩ পূর্বাহ্ণ | 172

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চিকিৎসকশাকির গ্রেপ্তার

টুডে নিউজ ডেস্ক:

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চিকিৎসক শাকির বিন ওয়ালীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন,তার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল।ছাত্রাবস্থায়ও একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।এরপর জামিনে থাকলেও তিনি জঙ্গিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি।

তিনি আরো জানান,শাকির বিন ওয়ালীকে জঙ্গিবাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।তার সঙ্গে সম্প্রতি কুমিল্লায় নিখোঁজ হওয়া সাত শিক্ষার্থীর কোনো যোগাযোগ বা সংশ্লিষ্টতা আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।তার বিরুদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে গত রবিবার বেলা ৩টার দিকে সিআইডি পরিচয়ে রাজধানীর রামপুরা এলাকার বাসা থেকে চিকিৎসক শাকির বিন ওয়ালীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার বাবা এ কে এম ওয়ালী উল্লাহ।

তবে সে সময় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবুল কালাম আজাদ তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি অস্বীকার করে বলেন,এখন পর্যন্ত এ নামে কাউকে ধরেনি সিআইডি।

সূত্রঃকালের কণ্ঠ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com