সাবেক সংসদ সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের আজীবন সাধারণ সম্পাদক, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক উপজেলা চেয়াম্যান, কুলাউড়ার নন্দিত রাজনীতিবিদ, মরহুম আব্দুল জব্বারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জাতির পিতার আদর্শে অবিচল থাকা জনপ্রিয় এই রাজনীতিকের মৃত্যুবাষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকেও কোরআন খতম, দোয়া অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com