মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে রহিমপুর ইউনিয়ন।
সোমবার (১৬ই সেপ্টেম্বর) বিকালে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করেন।
Development by: webnewsdesign.com