শমশেরনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ | ৭:১২ অপরাহ্ণ | 300

শমশেরনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে ৩৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে শমশেরনগর বাজারের মাছ বাজার ও লামাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শমশেরনগর ইউনিয়নের সিংরাউলি গ্রামের আনছার উদ্দিনের ছেলে মুজিবুর রহমান (২৮) ও মাছ বাজার এলাকার রশিদ মিয়ার ছেলে হারুন মিয়া (৩৫)। এ সময় মুজিবুর রহমানের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও হারুন মিয়ার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টায়
কমলগঞ্জ থানার এএসআই মো. হামিদুর রহমান ও এএসআই আয়াজ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩৮
পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানায় নিয়ে যান। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও কয়েকবার এরা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের রোববার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।



আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com