সারাদেশের ন্যায় সিলেটেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

রবিবার, ০২ অক্টোবর ২০২২ | ৪:৩৬ অপরাহ্ণ | 92

সারাদেশের ন্যায় সিলেটেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

টুডে নিউজ ডেস্ক::

আগামীকাল সোমবার থেকে সারাদেশের ন্যায় সিলেটেও স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে করোনা টিকার ১ম ডোজের কার্যক্রম।এরপর আর কাউকে করোনা টিকার ১ম ডোজ দেয়া হবেনা বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।এই নির্দেশনা অনুযায়ী ৩ অক্টোবরের পর সিলেটেও মিলবেনা করোনা টিকার ১ম ডোজ।এদিকে সিলেটে করোনা টিকার ১ম ডোজের বাকী রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৭২২ জন।

যদিও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের মতে,১ম ডোজের বাকী থাকা জনসংখ্যার অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করায় সেখানেই করোনার টিকা নিয়েছেন।এছাড়া সিলেটের মোট জনসংখ্যার অনেকেই যেমন সিলেটের বাইরে রয়েছেন সেখানে টিকা নিয়েছেন।আবার সিলেটের বাইরের অনেকেই সিলেটে থাকায় টিকার আওতায় এসেছেন।সেই হিসাবে সিলেটে করোনা টিকার ১ম ডোজের তেমন বেশী বাকী নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্র জানিয়েছে, সিলেট বিভাগে মোট জনসংখ্যা ১ কোটি ১৭ লাখ ৯ হাজার ৪৭৪ জন।এরমধ্যে ১২ বছরের উর্ধ্বে জনসংখ্যা হিসেবে ৯০ লাখ ১ হাজার ৫৬৬ জনকে করোনা টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।পরবর্তীতে ৫ থেকে ১১ বছর বয়সের ১৪ লাখ ৬ হাজার ৪৫৬ জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।এর মধ্যে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শুধু সিলেট মহানগর এলাকার ৭৬ হাজার ১০৫ জন শিশুকে টিকার ১ম ডোজ দেয়া হয়েছে।যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে শিশুদের টিকা কার্যক্রম শুধু নগর এলাকায় চলছে।পর্যায়ক্রমে এর কার্যক্রম জেলা উপজেলা পর্যায়ে চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে,১২ বছরের উর্ধ্বে ৯০ লাখ ১ হাজার ৫২৬ জনকে করোনা টিকার ১ম ডোজ দেয়ার লক্ষ্য নির্ধারণ হলেও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮৫ লাখ ১৩ হাজার ৮০৪ জন ১ম ডোজ নিয়েছেন।সেই হিসাবে এখনো বাকী রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৭২২ জন।এছাড়া বিভাগে করোনা টিকার ২য় ডোজ নিয়েছেন ৮০ লাখ ২১ হাজার ৩২৫ জন।বুস্টার ডোজ নিয়েছেন ২৮ লাখ ৯৫ হাজার ২৪৫ জন।

জানা গেছে,সিলেট জেলায় ১২ বছরের উর্ধ্বে মোট জনসংখ্যা ৩১ লাখ ৪৯ হাজার ৩৭৭ জন।এরমধ্যে ১ম ডোজ নিয়েছেন ৩০ লাখ ৪ হাজার ৩৭৪ জন।১ম ডোজের বাকী আছেন ১ লাখ ৪৫ হাজার ৩ জন।এছাড়া সিলেট জেলায় ২য় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৪২ হাজার ৬৩১ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৪৬৪ জন।

সুনামগঞ্জ জেলার ১২ বছরের উর্ধ্বের মোট জনসংখ্যা ২১ লাখ ৯৫ হাজার ৯৩৬ জন। এরমধ্যে ১ম ডোজ নিয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৪৬২ জন।বাকী আছেন ২ লাখ ৬৭ হাজার ৪৭৪ জন।এছাড়া জেলায় ২য় ডোজ নিয়েছেন ১৮ লাখ ৩২ হাজার ৯৬৫ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৭ লাখ ৮৩ হাজার ৫২০ জন।

হবিগঞ্জ জেলার ১২ বছরের উর্ধ্বে মোট জনসংখ্যা আছেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬০ জন।এরমধ্যে ১ম ডোজ নিয়েছেন ১৮ লাখ ১২ হাজার ৮৪ জন।বাকী আছেন ৭৪ হাজার ২৭৬ জন।এছাড়া জেলায় ২য় ডোজ নিয়েছেন ১৭ লাখ ৩৪ হাজার ৯৫৫ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ৬ লাখ ৫ হাজার ১৭১ জন।

মৌলভীবাজার জেলায় ১২ বছরের উর্ধ্বের মোট জনসংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার ৮৫৩ জন।এরমধ্যে ১ম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৮৮৪ জন।বাকী আছেন ৯৬৯ জন।এছাড়া জেলায় ২য় ডোজ নিয়েছেন ১৭ লাখ ১০ হাজার ৭৭৪ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৬৭২ জন।

সিলেট মহানগর এলাকায় ১২ বছরের উর্ধ্বের জনসংখ্যা ৫ লাখ ৩ হাজার ৬৪৬ জন। এরমধ্যে ১ম ডোজ নিয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ১৭২ জন।নগর এলাকায় লক্ষ্যমাত্রার বেশী টিকা নিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫২৬ জন।নগর এলাকায় সরকারী-বেসরকারী মিলে বিভিন্ন অঞ্চলের লোকজন বেশী থাকায় লক্ষ্যমাত্রার অনেক বেশী লোককে টিকা দেয়া হয়েছে।নগরে ২য় ডোজ নিয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৪১২ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৬৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, আদমশুমারী কিংবা জনশুমারীতে সব জনসংখ্যার হিসেবটা ঠিকমতো আসেনা। পরিসংখ্যান ব্যুরোর মতে সিলেট বিভাগের প্রায় ২৫ লাখ মানুষ দেশের বাইরে বসবাস করছেন।যাদের সকলেই সংশ্লিষ্ট দেশে টিকা নিয়েছেন।সেই হিসাবে আমাদের প্রায় ৯০ ভাগের উপর মানুষ ঠিকা নিয়েছেন।এছাড়া ৫-১১ বছর বয়সী আরো ১২% শিশু যোগ করলে আদমশুমারীর জনসংখ্যা ছাড়িয়ে যাবে।তাই আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা।আদমশুমারী থেকে কেউ বাদ পড়লেও টিকা থেকে যেনো কেউ বাদ না পড়ে সেটিকে আমরা প্রাধান্য দিচ্ছি।

তিনি বলেন,সিলেট বিভাগে বর্তমানে ওয়ার্ড ভিত্তিক টিকা ক্যাম্পেইন চলছে।যা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে।যদিও আমরা সিলেটে এই ক্যাম্পেইন আরো ২দিন বাড়ানোর চিন্তা করছি।এছাড়া আজ রোববার সকালে স্বাস্থ্যবিভাগের একটা জরুরী মিটিং রয়েছে।সেই মিটিংয়ে সিদ্ধান্ত আসবে টিকা ক্যাম্পেইনের পর ১ম ডোজ চলবে কিনা।তাই যারা এখনো টিকা নেননি তাদেরকে ক্যাম্পেইন চলাকালে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com