কুলাউড়ায় শিশু “পলাশ হত্যার” বিচারের দাবীতে সমাবেশ করেছে এলাকাবাসী

বুধবার, ০৭ আগস্ট ২০১৯ | ৭:৫৬ অপরাহ্ণ | 869

কুলাউড়ায় শিশু “পলাশ হত্যার” বিচারের দাবীতে সমাবেশ করেছে এলাকাবাসী

কুলাউড়ার সদর ইউনিয়নের স্কুলছাত্র ৯ বছ‌রের পলাশ শব্দক‌রের হত্যার প্রতিবাদে  ও হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার ‌(৬ আগস্ট) বিকেলে বালিশ্রী গ্রামে ঐক্যবদ্ধ এলাকাবাসী ব্যানারে স্থানীয় মুুরুব্বী শহিদ মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পলাশ হত্যাকান্ডের সাথে জড়িত রাহেল আহমদ, জাহেদ আলী ও তার পিতা মিরজান আলী পুলিশের হাতে আটক হলেও এ ধরণের নির্মম হত্যাকান্ডের দায়ে তাদের ফাঁসি ও সুষ্ট বিচারের দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনলাইন গণমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ), জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাংবাদিক মাহফুজ শাকিল, আশফাক তানভীর, কুলাউড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লুবান আহমদ প্রমুখ।

কুলাউড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আকুল মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক কবির আহমদ, সহ সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা সৈয়দ আজমল আলী, নিহত পলাশের পিতা পরিমল শব্দকর প্রমুখ। এছাড়াও স্থানীয়দের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত হয়ে দাবি আদায়ের একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।

একাত্মতা পোষণ করে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, হত্যাকারী পরিবার এলাকায় খারাপ লোক হিসেবে চিহ্নিত। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এসময় নিহত স্কুল ছাত্র পলাশ শব্দকরের বাবা পরিমল শব্দকর ও পলাশের মা উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

উ‌ল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২ টার দিকে কালিটি চা বাগান এলাকা থেকে পলা‌শের লাশ উদ্ধার করে পুলিশ। সে বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টার পর থেকে নি‌খোঁজ ছি‌লো। এ ঘটনায় হত্যাকা‌ণ্ডে জ‌ড়িত ৩ জনকে আটক করেছে পু‌লিশ। পলাশ স্থানীয় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের বালিশ্রী গ্রামের রিকশাচালক পরিমল শব্দকরের ছেলে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com