কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ৯:২৮ অপরাহ্ণ | 442

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ রহমান আতিকের উপর স্থানীয় হামরেজ বারে কর্তৃক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় কাঠলতলী বাজারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মজিদ মনুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী। এসময় মানববন্ধনে একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সহিদ, কাঠলতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দরস মিয়া, সহ সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য শিল্পি রাণী দেব, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান ফরিদ, কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল মিয়া, ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম আল দ্বিন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, দফতর সম্পাদক জায়েদ, কাঠলতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আরব আলী, সদস্য কয়ছর মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাইম, সাইদুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি চান্দু মিয়া, গৌড় মনি সিংহ, রউফ আলী, উস্তার আলী, পংকি মিয়া, বাজিদ মিয়া, ময়না মিয়া, এলাইছ মিয়া, আনু মিয়া প্রমুখ।

ইউপি চেয়ারম্যানের উপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি করে বক্তারা বলেন, ‘বনবিভাগকে সহযোগীতা করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইউপি চেয়ারম্যান আতিক। হামরেজ বারে নামক ওই ব্যক্তিসহ একটি গোষ্ঠী বনবিভাগের গাছ কেটে সরকারের অনেক ক্ষতি করছেন। তাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারনে ষড়যন্ত্র করে চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হামরেজ বারে।’

অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, ‘অতি দ্রুত চেয়ারম্যানের উপর ষড়যন্ত্রমূলক ওই মামলা প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয় তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হবে।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com