১৫ বছর পর কুলাউড়া উপজেলা আ’লীগের সম্মেলন রবিবার

শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ | ১০:০৪ অপরাহ্ণ | 383

১৫ বছর পর কুলাউড়া উপজেলা আ’লীগের সম্মেলন রবিবার

মৌলভীবাজারের কুলাউড়া ১৫ বছরের বন্ধ্যাত্ব কাটিয়ে অবশেষে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন  রবিবার ১০ নভেম্বর। এ সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব আমেজ।

জেলার গুরুত্বপূর্ণ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে নেতৃত্ব প্রত্যাশীরা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকানগুলো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা বেশ তোরজোড়।



উপজেলা আওয়ামী লীগ সুত্রে জানা গেছে, বিগত ২০০৪ সালে সর্বশেষ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও নানা কারণে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে উপজেলায় আর সম্মেলন করতে পারেনি উপজেলা আওয়ামী লীগ। শেষমেষ সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রবিবার সম্মেলনের উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মোঃ আব্দুল মতিন ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু। সম্মেলনের জন্য কুলাউড়া ডাক বাংলো মাঠে মঞ্চ তৈরী করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com