১০বছরেও হয়নি সড়কের সংস্কার কাজঃভাঙ্গা-চোরা সড়কে জনদুর্ভোগ চরমে

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৩:২৮ পূর্বাহ্ণ | 73

১০বছরেও হয়নি সড়কের সংস্কার কাজঃভাঙ্গা-চোরা সড়কে জনদুর্ভোগ চরমে

ছাতক প্রতিনিধিঃ

প্রায় দীর্ঘ ১০বছর ধরে সড়কের সংস্কার হয়নি।ছোট-বড় অসংখ্য গর্ত তৈরী হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।অল্প বৃষ্টিতে কাদা-পানি জমে যাওয়ার ফলে সড়কে চলাচলে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা।



এই চিত্র সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার হয়ে রামপুর পর্যন্ত।সড়কের এমন বেহাল দশা হলেও কোন সংস্কার কাজ হচ্ছে না।যে কারনে প্রতিনিয়ত বেড়েইে চলেছে জনদূর্ভোগ।৭ কিলোমিটার রাস্তার দ্রুত মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সুত্রে জানা যায়,কালারুকা-রামপুর সড়কে ছাতক উপজেলার পাশাপাশি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শত শত লোকজন নিয়মিতই যাতায়াত করেন।সড়ক সংস্কার না হওয়ার কারণে দুটি উপজেলার কয়েক হাজার মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।কালারুকা বাজার অংশসহ সড়কের অনেকাংশেই পিচঢালা উঠে গেছে।মাটি সরে গিয়ে অনেক স্থানে রাস্তায় পানি জমছে।ফলে ঝুঁকি নিয়ে ছোট যানবাহন গুলো চলাচল করছে।সড়কের দূরবস্থার কারনে স্থানীয় ২টি বাজারে ও মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের।সাম্প্রতিক বন্যায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

কালারুকা ইউনিয়নের বাসিন্দা প্রকৌশলী নোমান আহমদ বলেন,ভাঙ্গা-চোরা এই রাস্তা দিয়ে বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে সিলেটে যাতায়াত এখন অনেক কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে।

কোম্পানিগঞ্জ উপজেলার পারকুল গ্রামের সফিক মিয়া বলেন,এই সড়কে কয়েকটি গ্রামের লোকজন ছাতক শহর থেকে কালারুকা বাজার হয়ে খেয়া নৌকায় সুরমা নদী পাড়ি দিয়ে তাদের গ্রামে যেতে হয়।

স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আফছার উদ্দিন বলেন,রাস্তাটি সংস্কারের জন্য সম্প্রতি একবার টেন্ডার করা হয়েছিলো।কিন্তু টিকাদার ওই রাস্তার কাজ করেনি।বর্তমানে সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে।বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে রাস্তায় সংস্কার কাজ শুরু হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com