হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর কালনী ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়ে থাকা বিনা টিকেটের ৫ যাত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকাগামী কালনী ট্রেনের ইঞ্জিন থেকে ওই ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হল, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের শফিক মিয়ার ছেলে সায়েম উদ্দিন (৩২), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তলবাসি গ্রামের জুনু মিয়ার ছেলে জয় মিয়া (১৮), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লোকেশ দাসের ছেলে সঞ্জয় দাস (১৮), নরসিংদী জেলার শিবপুর উপজেলার ডালুয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার (৩০), সিলেটের জালালাবাদ থানার জালালশাহ গ্রামের খলেছ মিয়ার ছেলে তামির হোসেন (২০)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমণ করা অপরাধ। তাই প্রতিদিন অভিযান চালিয়ে ট্রেনের ছাদ ও ইঞ্জিনে অবৈধ উপায়ে যারা ভ্রমণ করছেন তাদেরকে আটক করে রেল আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে।
এ পর্যন্ত পাঁচ দিনে ট্রেনে অবৈধ উপায়ে ভ্রমণ করায় ২৬ যাত্রীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com