কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা সারাদেশের ন্যায় বাড়ছে সিলেট বিভাগে। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আর ৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আজ সোমবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে একজন সিলেট , একজন সুনামগঞ্জ ও আরেকজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা ছিল ২৮০ জন। সোমবার সন্ধ্যায় ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরো ৬ জনের শরীরে ধরা পড়ে করোনা। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নতুন করে শনাক্ত হওয়া ৩ জন মিলে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।
Development by: webnewsdesign.com