সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। ৪২০ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিমানের বিজি ৩৩৩৭ ফ্লাইটটি জেদ্দার পথে ছেড়ে যায় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায়
এ তথ্য নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ বাংলাদেশের (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু।
তিনি জানান- এবার সিলেট থেকে সরাসরি ১২৬০ জন হজযাত্রী সরাসরি রওয়ানা হবেন। আগামীকাল শুক্রবার জেদ্দায় যাবে একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদীনায় যাবে আরেকটি ফ্লাইট।
এবছর সিলেট থেকে হজযাত্রীর সংখ্যা ৩২০০ জন বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com