সিলেট প্রতিনিধি::
রাজধানী ঢাকার পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের বাড়িতে হামলার প্রতিবাদে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যেগে আগামীকাল রোববার বিকেল ৪ টায় শহরতলীর টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাড.এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
Development by: webnewsdesign.com