আপডেট

x


সিলেট জেলা পরিষদ নির্বাচন:৩ পদে ৭৩ জনের মনোনয়ন দাখিল

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ২:২৬ পূর্বাহ্ণ | 43

সিলেট জেলা পরিষদ নির্বাচন:৩ পদে ৭৩ জনের মনোনয়ন দাখিল

টুডে নিউজ ডেস্ক::

সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ নির্বাচনে অংশগ্রহণ করতে তিন পদে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এরমধ্যে চেয়ারম্যান পদে ১ জন,সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।



১৫ সেপ্টেম্বর ছিলো এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন,মোট ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন তবে জমা দিয়েছেন ৭৩ জন।এরমধ্যে চেয়ারম্যান পদে মাত্র দুজন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১জন।এর ফলে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন খান বিজয়ী হতে যাচ্ছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই,আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর,আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com