বিশেষ প্রতিনিধি : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শামসুল ইসালামের বিতর্কিত বদলির আদেশ হওয়ায় কলেজের একই বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করেছে ।
শিক্ষার্থীরা শনিবার সকাল দশ’টা থেকে দুপুর একটা পর্যন্ত কলেজের প্রশাসন ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালনে করেছে। প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা শামসুল ইসলামের বদলীর জন্য ক্যাম্পাসের সার্থন্বেষী শিক্ষক মহলের অভ্যন্তরীণ রাজনীতির শিকার বলে দাবি তুলেছেন। তারা দাবি করেন,শিক্ষার্থীবান্ধব শামসুল স্যারের নামে মিথ্যা অভিযোগ ও বদলির সুপারিশ ক্যাম্পাস থেকে হয়রানিমূলক করা হয়েছে এবং এই বদলির আদেশ বিভাগের অনেক শিক্ষার্থীর ভবিষ্যত হুমকির মুখে ফেলবে যেহেতু তিনি অনেক শিক্ষার্থীর রিসার্চ ইন্সট্রাক্টর।
বিপুল সংখ্যা শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে শামসুল স্যারের বদলি আদেশ বাতিল করা ও ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বাতিলের দাবি করেন। দাবি না মানলে শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষে আরো কঠোর প্রতিবাদ ও আন্দোলনের হুসিয়ারি দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com