সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দক্ষিণ সুরমা বাবনাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ২ সেপ্টেম্বর থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ সড়কে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করার দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। মহাড়কে তল্লাশির নামে পরিবহন শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুনামগঞ্জ-সিলেট রোডে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সময় স্মারকলিপি ও সমঝোতা বৈঠক করেও ফল পাওয়া যায়নি। তাই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. সজিব আলী পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আহ্বায়ক মো. আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি জিতু মিয়া, সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন।
উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, সহ সভাপতি শাহ জামাল, সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, প্রচার সম্পাদক সোনাফর আলী লাকি, সুনামগঞ্জ জেলা মালিক সমিতির মোজাম্মেল হোসেন, সিলেট জেলা মালিক সমিতির আব্দুল মালিক সেকু, সিলেট জেলা অটোরিক্সা ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ইনছান আলী, লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, সিলেট-সুনামগঞ্জ বাস উপ কমিটির সভাপতি রনজিত দত্ত, সিলেট জেলা মালিক সমিতির মোক্তার আলী প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com