সিলেট প্রতিনিধিঃ
সিলেটে প্রথমবারের মতো সাতটি স্থানে বসছে ভ্যাট বুথ।নগরের পাঁচটি স্থানে ও দুটি উপজেলায় এই বুথ দুদিন (১৩ ও ১৪ সেপ্টেম্বর) চালু থাকবে।
কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে,সিলেট নগরের শাহজালাল উপশহরের আবগারী ও ভ্যাট বিভাগ,জেল রোডের সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নিচতলা,বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের নিচতলা,মেন্দিবাগমোড়ে রোজ ভিউ হোটেল কমপ্লেক্সের নিচতলা, বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার নিচতলা এবং দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টারে বসানো হবে ভ্যাট বুথ।এর মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সবধরনের সেবা বিনামূল্যে দেওয়া হবে।মঙ্গল ও বুধবার (১৩-১৪ সেপ্টেম্বর) নির্ধারিত স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুথ খোলা থাকবে।
কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন,ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে সম্মানিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নেই।ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Development by: webnewsdesign.com