নিউজ ডেস্ক:: সিলেটে করোনা রোগীদের ডেডিকেটে হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ সোমবারও নতুন রোগী বেড়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৮৩ জন। গতকাল রবিবার পর্যন্ত ছিলেন ৮২ জন।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকালের চেয়ে আজ নতুন করে একজন রোগী বেড়েছে। গতকাল রোগী ছিলেন ৮২ জন। এর মধ্যে আজ সোমবার ৪ জন বাসায় ফিরেছেন। তবে নতুন করে আরো ৫জন ভর্তি হয়েছেন।এদিকে হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের মধ্যে ১৫টিতেই রোগী রয়েছেন। বাকি একটি বেড ডায়ালাইসিস রোগীদের জন্য বরাদ্ধ থাকে বলে জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com