সিলেট প্রতিনিধি:: সিলেটে ছুরিকাঘাতে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে পাঠানটুলা এলাকার বি ব্লকের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চীনা নাগরিকের নাম ওয়েন্টাও ওয়েই (৪৮)। তিনি সিলেটের কুমারগাও বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকাল ৮টার দিকে দুই চীনা নাগরিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও ওয়েই।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, নাস্তা করার পর কে আগে হাত ধোবেন তা নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে নিহত হন ওই চীনা নাগরিক। তাকে যিনি ছুরিকাঘাত করেছেন চাও নামের ব্যক্তি তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com