করোনায় বিপর্যস্ত সিলেট বিভাগ। চার জেলায়ই এখন করোনার রাজত্ব। আক্রান্ত আর মৃত্যুর তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ভয়াল থাবা বসাচ্ছে উঁচু থেকে নিচু পর্যন্ত। করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ শত ৬৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৪ জন।

সর্বশেষ সোমবার (২২ জুন) সকাল সারে ১১ টা পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

গণমাধ্যমে পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় সিলেট জেলা প্রথম। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ শত ১৪ জন, সুনামগঞ্জ ৭ শত ৯৫ জন, হবিগঞ্জ ৩ শত ৭২ জন আর মৌলভীবাজার ২ শত ৮৪ জন। এখন পর্যন্ত সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন।

অপরদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট জেলায় সুস্থ হয়েছেন সিলেট জেলায় ২৪৪ জন, সুনামগঞ্জে ১৯২ জন, হবিগঞ্জ ১৭০ আর মৌলভীবাজার ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ১৯ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ জন। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা।