সবাই বলে আমরা নাকি গৃহপালিত

মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ৯:০৩ অপরাহ্ণ | 12

সবাই বলে আমরা নাকি গৃহপালিত

আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত হিসেবে অবিহিত করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। এখন একূল-ওকূল দুকূলই হারাইছি।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জামালপুরে শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমির বিলের বিষয়ে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তরের মেয়র ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিলেন। যথারীতি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। যখন পত্রিকায় আসলো তখন সিঙ্গাপুরের কোম্পানি বলে এই টেন্ডারে আমরা অংশগ্রহণ করিনি। যে প্রতিনিধি আসলেন, তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কত বড় জালিয়াতি! আমাদের মেয়র কী করলেন, স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টি ভালোভাবে দেখেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি সোনা সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই সোনা নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com