আপডেট

x


শ্রীমঙ্গল ও জুড়ী আ.লীগের নয়া কমিটি ঘোষণা

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ২:১৮ অপরাহ্ণ | 458

শ্রীমঙ্গল ও জুড়ী আ.লীগের নয়া কমিটি ঘোষণা

দীর্ঘ  ১৫ বছর পর জুড়ী ও ১৩ বছর পর শ্রীমঙ্গল উপজেলায় সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ পনের বছর পর মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। গত শনিবার সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পর বিকেলে শুরু হয় কাউন্সিল অধিবেশন। সভাপতি পদে মুক্তিযোদ্ধা বদরুল হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থীতার ঘোষণা দেন। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা ৭টায় সমঝোতার ভিত্তিতে মাসুক আহমদ চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক হিসেবে ষোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।



এদিকে গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল এবং সাধারণ সম্পাদক হিসেবে সহীদ হোসেন ইকবালের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি।

এছাড়াও নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- ইউছুফ আলী, এম এ মন্নান, জিল্লুল আনাম চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী, হরিপদ রায়, বিজয় বুনার্জি, স্বপন রায়, শমসের খাঁন। যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ্র দেব, আকরাম খান, এনাম আহমেদ চৌধুরী মামুন।

কমিটির তিন সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু কাওসার লাভলু, বেলায়েত হোসেন, ছালিক আহমেদ। দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন ফয়েজ আহমেদ (দপ্তর সম্পাদক), উফরু মিয়া (ধর্ম বিষয়ক সম্পাদক) । কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-আছকির মিয়া, রনধীর কুমার দেব, আবু শহীদ আব্দুল্লাহ, আব্দুস শহীদ এমপি। পরবর্তীতে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com