শ্রীমঙ্গলে সড়কের গ্যাস লাইন সরালো কর্তৃপক্ষ

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৫৫ অপরাহ্ণ | 444

শ্রীমঙ্গলে সড়কের গ্যাস লাইন সরালো কর্তৃপক্ষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের টিপরা ছড়ার প্রবেশ মুখ থেকে নাহার চা বাগান যাওয়ার পাহাড়ি দুর্গম সড়কের নীচ দিয়ে নেওয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইন সরালো জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।

প্রথমে আগামী শীত মৌসুমে এই পাইপ লাইন সরানোর কথা বলে আসলেও সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত এই ব্যবস্থাটি নেয়। রাস্তার মধ্যবর্তী স্থানে চলে আসায় যানবাহন চলাচলে ব্যাপক ঝুঁকির সৃষ্টি হয়েছিলো।



ছিল, যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভবনাও। এ প্রেক্ষিতে গত ২৮ আগস্ট সিলেটভয়েসে ‘শ্রীমঙ্গল সড়কের মাঝে গ্যাস লাইন, ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিলো। এরপরই কর্তৃপক্ষ গ্যাসের লাইন সরিয়ে নেয়।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের শ্রীমঙ্গল আঞ্চলিক শাখার উপ ব্যবস্থাপক গৌতম দেব বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরের দিনই আমাদের হেড কোয়ার্টার থেকে পাইপ লাইন রক্ষণাবেক্ষণ শাখার প্রধান এসে জায়গাটি পরিদর্শন করেন এবং এর পরের দিন থেকেই কাজ শুরু হয়। ২ সেপ্টেম্বর রাস্তাটি পুরোপুরি ঠিক হয়ে যায়। এখন রাস্তা কোন অংশেই পাইপ দেখা যাবে না। গ্যাসের পাইপ লাইন কোথাও আর ঝুঁকিপূর্ণ নেই।

লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির সহকারী মান্ত্রী সুনীল পামথেট বলেন, এতদিন গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়াত করেছি এখন কর্তৃপক্ষ পাইপ লাইনে মাটি ভরাত করে দেওয়ায় এখন কোন ঝুঁকি নেই স্বস্তিতে চলাচল করতে পারব।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com