শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বুধবার, ১৯ জুলাই ২০২৩ | ১০:১৮ অপরাহ্ণ | 68

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

টুডেনিউজ ডেস্ক ::

শিক্ষাপ্রতিষ্ঠানের এবারের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

এই ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

দীপু মনি বলেন,জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে।পরদিন রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী,২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন,মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটি গুলো আগস্টের শেষ দিকে গঠন করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com