স্টাফ রিপোর্টার:
সিলেট শহরতলীর শাহপরানে ৯৫ পিস ইয়াবাসহ ইমরানা বেগম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।আয়শা ব্যাংক বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী ইমরানা বেগম (২৪) জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের মৃত আব্দুল করিমের মেয়ে।সে অনেক দিন থেকেই শাহপরান (রহ.) থানাধীন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।সে বিভিন্ন কৌশল অবলম্বন করে র্দীঘ দিন থেকেই ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলো বলে পুলিশ সুত্রে জানা গেছে।
শাহপরান (রহ.) মাজার পুলিশ ফাড়িঁর ইনর্চাজ এস আই মনিরুজ্জামান মাদক সম্রাজ্ঞী ইমরানাকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান- শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানের দিক নির্দেশনায় শাহপরান (রহ.) মাজার পুলিশ ফাড়িঁর টু/আই.সি মুজাহিদের নেতৃত্বে মহিলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আয়শা ব্যাংক বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।এ সময় তার হেফাজতে থাকা ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী ইমরানা সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিশেষ কৌশল অবলম্বনের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য শহরে নিয়ে আসে।মাদক ব্যবসায়ী ইমরানা র্দীঘ দিন থেকেই এই মাদক ব্যবসার সাথে জড়িত।গ্রেফতারের সময় তার সাথে থাকা ইয়বা সে ঘটনাস্থলসহ সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করার জন্যই সে সঙ্গে নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আনিসুর রহমান বলেন- মাদক সম্রাজ্ঞী ইমরানাকে গ্রেপ্তারের পর টু/আই.সি মুজাহিদ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন,যার থানার মামলা নং-০৫,তাং- ০৪/০৯/২২ইং।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com