আপডেট

x

লকডাউনে সিলেটে ট্রেন, ৪ সদস্যের তদন্ত কমিটি

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ | ৮:১২ অপরাহ্ণ | 411

লকডাউনে সিলেটে ট্রেন, ৪ সদস্যের তদন্ত কমিটি

লকডাউনের মধ্যেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে ট্রেন যাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জল হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি ভালোভাবে দেখার জন্য কমিটি গঠন করার জন্য পূর্বাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে, যাত্রী যাওয়ার সত্যতা নেই। ওই ট্রেনে যারা ছিল তারা রেলের কর্মকর্তা।

তিনি আরও বলেন, কাল যে ট্রেন সিলেট গিয়েছিল ওই ট্রেনে করে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন বহন করা হচ্ছিল। ট্রেনে থাকা টাকার নিরাপত্তা দিতে কিছু নিরাপত্তা কর্মী নেয়া হয়। এই ঘটনায় ইতোমধ্যে সিলেট স্টেশনের এক নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) দু’টি বগিসম্পন্ন একটি ট্রেন বিকেল সাড়ে ৫টায় সিলেট রেল স্টেশনে যায়। ট্রেনটি থেকে ৫৪ জন যাত্রী নেমে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com