আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনের রানি এলিজাবেথ আর নেই।যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ মেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন।
বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস রানির মৃত্যুর ঘোষণা দেয়।
রানি এলিজাবেথ বালমোরাল প্রাসাদে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছিলেন।তার অসুস্থতার খবরে বৃহস্পতিবার সকালে সেখানে ছুটে গিয়েছিলেন প্রিন্স চার্লসসহ তার সন্তান-সন্ততিরা।দীর্ঘ অসুস্থতার পর ৯৬ বছর বয়সে বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে রানির শরীরের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা।নেটমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ মন্ত্রী এবং সারা বিশ্বের রাজনীতিক,ধর্মীয় নেতারা।
রানি বেশ কিছুদিন থেকেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন।শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন তিনি।
সবশেষ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে থাকার পর না ফেরার দেশে চলে গেলেন এলিজাবেথ।
Development by: webnewsdesign.com