আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা, পুরষ্কার ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত নওশীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পপ্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা শিশু বিষয় কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিশুদের পুষ্কার প্রধান করেন।
Development by: webnewsdesign.com