মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন জমিতে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাবলু মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে মৌলভীবাজারের সদর উপজেলার একাটুনা ইউনিয়নে দিগম্বরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত একটুনা ইউনিয়নের খুজারগাঁও গ্রামের শের আলীর ছেলে। সে পাবলু মিয়া নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎতের মেইন লাইনের আড়তিং লাইন জমির মধ্যে পড়ে ছিল। বিকেলে পাবলু জমি থেকে হাঁসের জন্য খজুরি ফেনা আনতে যায়। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে একাটুনা ইউনিয়নের সদস্য ইমন তরফদার জানান, “ওই জমিতে মাছ ও সাপ মরে ভেসে রয়েছে”।
Development by: webnewsdesign.com