আপডেট

x


মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ৮:৩১ অপরাহ্ণ | 382

মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসে অতিরিক্ত দাম নেওয়ায় তিন প্রতিষ্ঠানকে এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এই অভিযানে পশ্চিমবাজার রোডের সুলতান ট্রেডার্সকে তিন হাজার ও মদন মোহন এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা এবং কুদরত উল্ল্যাহ রোডের মেসার্স ইমরান অ্যান্ড ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।



জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশের সদস্যরা।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ওই অভিযানে পেঁয়াজ, রসুনসহ অন্যন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এছাড়াও পশ্চিমবাজার ব্যবসায়ীদেরকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা লিখে প্রতিষ্ঠানের সামনে প্রদর্শন করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com