মৌলভীবাজারে আসলো সিনোফার্মের আরও ২৯ হাজার ৬০০ ডোজ টিকা

বুধবার, ২৮ জুলাই ২০২১ | ৮:৫৪ অপরাহ্ণ | 274

মৌলভীবাজারে আসলো সিনোফার্মের আরও ২৯ হাজার ৬০০ ডোজ টিকা
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এই টিকা গ্রহণ করেন

মৌলভীবাজার প্রতিনিধি:: চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ২৯ হাজার ৬০০ টিকা এসেছে মৌলভীবাজারে।

বুধবার (২৮ জুলাই) দুপুর ২টায় ফ্রিজার গাড়ি টিকা নিয়ে মৌলভীবাজারে এসে পৌঁছায়। পরে  টিকা গ্রহণ কমিটির সদস্যদের নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন  মুর্শেদ এই ২৯ হাজার ৬০০ টিকা গ্রহণ করেন।

জানা গেছে, এটি মৌলভীবাজারে সিনোফার্মের টিকার তৃতীয় চালান। এর আগে আরও মৌলভীবাজারে সিনোফার্মের টিকা গ্রহণ করা হয়। এর আগে গত ১১ জুলাই সিনোফার্মের টিকা মৌলভীবাজারে এসেছিলো।

সিভিল সার্জনের অফিস সুত্র জানায়, পূর্বের রেজিস্টার্ড এবং বয়স ৩৫ বছরের উপরে যে কেউ সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিতে পারবেন। এছাড়াও নতুন ভাবে রেজিষ্টেশন করেও প্রথম ডোজ টিকা গ্রহন করা যাবে।

এদিকে মৌলভীবাজারে মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বুধবারের (২৮ জুলাই) আপডেট অনুযায়ী, আগের সব রেকর্ড ভেঙে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। এর আগে একদিনে এতো শনাক্ত আর দেখেনি মৌলভীবাজার। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com