আপডেট

x


মোটরসাইকেলের বেপরোয়া গতি, পথচারীসহ চালক-যাত্রী হাসপাতালে

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ৮:২১ অপরাহ্ণ | 226

মোটরসাইকেলের বেপরোয়া গতি, পথচারীসহ চালক-যাত্রী হাসপাতালে

মৌলভীবাজার প্রতিনিধি:: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজারে পথচারীসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আগনসী গ্রামে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী হাসান আহমেদ (২৩), জহির আহমেদ (১৭) ও পথচারী সোহেল মিয়া (২৪)।



প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া বাজার থেকে সিএনজি করে স্থানীয় সজনুর দোকানের সামনে নামেন। তখন জহির ও হাসান বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তায় দাঁড়ানো পথচারি সোহেলকে আঘাত করে। এসময় আরোহীরা মোটরসাইকেল নিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

নাজিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোস্তাকিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালেম পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মোস্তাকিন আহমেদ আরও বলেন, দুর্ঘটনার শিকার সাইকেলটি আমার বাড়িতে আছে। আহতরা সুস্থ হলে বিষয়টি দেখা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com