মেয়ের বাড়ি থেকে মুক্তিযোদ্ধা পিতার ঝুলন্ত লাশ!

রবিবার, ২৭ জুন ২০২১ | ১০:২১ অপরাহ্ণ | 298

মেয়ের বাড়ি থেকে মুক্তিযোদ্ধা পিতার ঝুলন্ত লাশ!

সুনামগঞ্জ প্রতিনিধি:: জেলার দোয়ারাবাজারে মেয়ের বাড়ি থেকে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মো. কালা মিয়া (৭৫)। তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবের গাঁও গ্রামের মৃত আব্দুল বারির ছেলে।

রোববার (২৭ জুন)  উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের উষারগাঁও গ্রামের মেয়ের বাড়ির বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়ের জামাই মারা যাওয়ার পর এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মেয়ের বাড়ি উষারগাঁও গ্রামে থাকতেন।

মুক্তিযোদ্ধার মেয়ের সাথে তার ভাসুরের পরিবারের লোকজনের বেশ কিছুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। রোববার ভোরে তার নিজ বসতঘরে তীরের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ নামায়।

এ ব্যাপারে দোয়ারবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে তীরের সাথে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসীর সহায়তায় লাশটি নিচে নামিয়ে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যার ঘটনা, তবে এতে অন্য কোনো ঘটনা থাকলে সেটা তদন্তের মাধ্যমে বের করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com