বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ |
২:৪৮ অপরাহ্ণ | 262
নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালিকসহ প্রয়াত জনপ্রতিনিধিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত জনপ্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছানোয়ার আলী ছনু, তিন বারের নির্বাচিত কাউন্সিলর নাজির আহমদ অপু, কাউন্সিলর মাহবুবুল আলম মাক্কু, আব্দুল জব্বার।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শুরুতে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
এসময় কুলাউড়া পৌরসভার কর্মকর্তাগণ, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও প্রয়াতদের পরিবারের লোকজনসহ পৌর এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম।বিজ্ঞপ্তি