বড়লেখায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন বন ও পরিবেশ মন্ত্রী

শনিবার, ০৬ জুলাই ২০১৯ | ৯:৪০ অপরাহ্ণ | 970

বড়লেখায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন বন ও পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার মান উন্নয়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিক হতে হবে। শিক্ষকদের আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে।

মন্ত্রী শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাজী তজমুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও শিক্ষক সাহজারুল হক মাহবুব এবং হাসান আহমদের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, হাজী তজমুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারি শিক্ষক রেহানা বেগম, এলাকার সমাজসেবক মতিউর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com