বড়লেখায় বিএনপির সম্মেলন : সভাপতি হাফিজ, সম্পাদক খসরু

রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০ | ৬:০৫ অপরাহ্ণ | 689

বড়লেখায় বিএনপির সম্মেলন : সভাপতি হাফিজ, সম্পাদক খসরু

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৬ ডিসেম্বর) সকালে বড়লেখা পৌর এলাকার আব্দুর রহমান কনভেনশন হলে উপজেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান খসরু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল হাফিজকে সভাপতি ও মুজিবুর রহমান খসরুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com