আপডেট

x


বড়লেখায় ডেঙ্গু আক্রান্তদের খোঁজ নিতে হাসপাতালে সোয়েব আহমদ

মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | ৮:৫৭ অপরাহ্ণ | 377

বড়লেখায় ডেঙ্গু আক্রান্তদের খোঁজ নিতে হাসপাতালে সোয়েব আহমদ

মৌলভীবাজারের বড়লেখায় ডেঙ্গু রোগে আক্রান্তদের দেখতে হাসপাতালে গেলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। সোমবার বিকেলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডেঙ্গু রোগে আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বড়লেখায় দুজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের একজন ঢাকা ফেরত ও অপরজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। গত ১৮ আগস্ট রবিবার রাত পৌনে দশটার দিকে হাসপাতালে ভর্তি হন সদর ইউনিয়নের মহদিকোনো এলাকার আবু জাহের। আবু জাহের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। অপর রোগী তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার শিক্ষার্থী শাহিন আহমদ সোমবার (১৯ আগস্ট) সকালে ভর্তি হয়েছেন। শাহিন আহমদ স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।



বড়লেখার বাইরে কোথাও তিনি ভ্রমণ করেননি। শাহিনের আশপাশের বাড়িতেও কোনো ডেঙ্গু রোগী নেই। বড়লেখায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা এই প্রথম। যার কারণে চিকিৎসকদের ধারণা, বড়লেখায় ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশা আছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com