বড়লেখায় ‘ছেলেধরা’ গুজব ঠেকাতে মাঠে পুলিশ

সোমবার, ২২ জুলাই ২০১৯ | ১১:৪৪ অপরাহ্ণ | 466

বড়লেখায় ‘ছেলেধরা’ গুজব ঠেকাতে মাঠে পুলিশ

মৌলভীবাজারের বড়লেখায় ছেলেধরা গুজবে ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্নস্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণাও চালানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে ধরার গুজবে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই আতঙ্কে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি অনেকটা কমে গেছে।

এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সোমবার (২২ জুলাই) সকাল থেকে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে বড়লেখা পৌরসভাসহ উপজেলার বর্ণি, সদর, দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণভাগ উত্তর, দক্ষিনভাগ দক্ষিণ, নিজবাহাদুরপুর, সুজানগর, দাসের বাজার, তালিমপুর ইউনিয়ন এলাকায় মাইকিং, প্রচারপত্র বিলি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।

বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ছেলেধরা গুজব ঠেকাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে।

এছাড়া কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে থানা পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ। কেউ এধরনের গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে পড়ার পর দেশে হঠাৎ করে ছেলেধরা আতঙ্ক বেড়ে গেছে। ছেলে ধরা আতঙ্কে বড়লেখাসহ সারাদেশে অসংখ্য গণপিটুনির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com