মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর থেকে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই অটোরিকশা চালকের নামক আমির উদ্দিন (৪৫)। তিনি মোহাম্মদনগরের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঘরের কাছের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া গেছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই (গত মঙ্গলবার) রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমির উদ্দিন নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার দিন (মঙ্গলবার) রাতে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানকে মারধর করেন। এরপর বাড়ি থেকে বের করে দেন। পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বুধবার বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ও নেশা করতো। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’
Development by: webnewsdesign.com