জামিন নামঞ্জুর করেছে আদালত-সন্রাসী ফাহিম ও ফখরুল কারাগারে

বিশ্বনাথে মেম্বারের ভাইয়ের উপর হামলার ঘটনায় দুই সহোদর জেলহাজতে

সোমবার, ১৭ জুন ২০১৯ | ৭:২৬ অপরাহ্ণ | 3745

বিশ্বনাথে মেম্বারের ভাইয়ের উপর হামলার ঘটনায় দুই সহোদর জেলহাজতে
জামিন নামঞ্জুর করেছে আদালত-সন্রাসী ফাহিম ও ফখরুল কারাগারে

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া (নোয়াগাঁও) গ্রামে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুই সহোদরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন- পূর্বপাড়া (নোয়াগাঁও) গ্রামের শফিক মিয়ার পুত্র ফখরুল আহমদ (৩২) ও ফাহিম আহমদ (৩০)। তারা রোববার (১৬ জুন) সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাওছার আহমদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এ কে এম সামিউল আলম। জানা গেছে, পূর্ব বিরুধের জের ধরে গত ১৫ মার্চ পূর্বপাড়া (নোয়াগাঁও) গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইরন মিয়া ভাই তোতা মিয়া ও সোহাগ আহমদ চন্দনের উপর হামলার অভিযোগে ঘটনার পরদিন (১৬ মার্চ) প্রতিপক্ষের ৫জনকে অভিযুক্ত করে সোহাগ আহমদ চন্দন বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা (মামলা নং-৮) দায়ের করেন।

উক্ত মামলায় অভিযুক্ত ফখরুল আহমদ ও ফাহিম আহমদ রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com